Connect with us

চট্রগ্রাম

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ আটক ৩

Published

on

চট্টগ্রাম :  চট্টগ্রামের পাঁচলাইশে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম উদ্ধারসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন,  মো. ফোরকান উল্লাহ ওরফে ফোরকান (২৭), আব্দুল হাছিম ওরফে হাছি (২৭) এবং হোসেন ওরফে রিয়াজ (২১)।
রবিবার সকালে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত ভিওআইপি সরঞ্জামের মধ্যে রয়েছে,  ডিনস্টার গেটওয়ে তিনটি (১৬ পোর্ট), জিএসএম গেটওয়ে চারটি, গেটওয়ের মাদার বোড একটি, জিএসএম এন্টেনা ৮৪টি (বড় এন্টেনা ৩১টি, ছোট এন্টেনা ৫৩ টি), মডেম চারটি, সিপিইউ তিনটি, মনিটর তিনটি, ল্যাপটপ একটি, মোবাইল সেট দুটি, প্রিন্টার একটি, কিবোর্ড তিনটি, পেনড্রাইভ একটি, মাউস একটি, লেন সুইচ দুটি, পাওয়ার ক্যাবল ৯টি, ক্যাবলসহ চার্জার সাতটি, ভিজিএ ক্যাবল তিনটি, সিমকার্ড ৮৭১টি (এয়ারটেল ২৯১টি, বাংলালিংক-৬৫টি, গ্রামীণ-৪৩টি, টেলিটক-৩৪৪টি এবং রবি ১২৮টি) এবং ১৯৭৮টি কলিং কার্ড।

র‌্যাবের সহকারী পরিচালক এএসপি শাহেদা সুলতানা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *