Connect with us

দেশজুড়ে

বেরোবিতে আমরণ অনশন অব্যাহত- ২ জন অসুস্থ

Published

on

বেরোবি প্রতিনিধি:  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২য় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রয়েছে ।আমরণ অনশনের আজ মঙ্গলবার ২য় দিনে ২ জন অসুস্থ হয়ে পড়েছে । অনশনরত অন্যান্যরা জানান,অসুস্থদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের যাবতীয় সমস্যা সহ ৮ দফা দাবি নিয়ে সাধারন শিক্ষার্থীর পক্ষ অনশনরত শিক্ষার্থী মোঃ শাহাজাহান আলী অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এছারাও উপাচার্য ,প্রক্টরিয়াল বডির সকল সদস্যের পদত্যাগ দাবি নিয়ে অনশনরত রসায়ন বিভাগের শিক্ষক এইচএম তারিকুল ইসলামের শরীরের অবস্থার অবনতি ঘটায় তাকে চিকিৎসকের পরামর্শে তার শরীরে স্যালাইন দেওয়া হয়েছে ।এছারাও সময় গড়ার সাথে সাথে অসুস্থের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এদিকে আমরন অনশনরতদের চিকিৎসার জন্য উপাচার্যের আদেশে বিশ্ববিদ্যালয়ের কর্মরত চিকিৎসকবৃন্দ রুটিন মাফিক চিকিৎসার কাজে নিয়োজিত আছে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম নুর-উন- নবী অনশনরতদের ব্যাপারে বলেন, এ ভাবে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় সুষ্ঠভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই আলোচনার মাধ্যমেই সুষ্ঠ সমাধান সম্ভব।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *