Connect with us

স্বাস্থ্য

লবণের বহুমুখি গুন! জেনে নিন ব্যবহার

Published

on

বিডিপত্র ডেস্ক: লবণ ছাড়া খাবারের স্বাদ আসে না। কিন্তু লবণ শুধু খাবারের স্বাদ ও গুণই বাড়ায় না। আরও অনেক কাজেই লাগে। গৃহস্থালির পরিষ্কার-পরিচ্ছনতা বজায় রাখতেও লবণ আবশ্যক। এছাড়া রূপচর্চার পাশাপাশি লবণের আরও বিভিন্ন ব্যবহার দৈনন্দিন নানা সমস্যার সমাধান করতে পারে দ্রুত। লবণের ভিন্ন কিছু ব্যবহার নিয়েই আজকের আয়োজন।

  • ডিম সেদ্ধ করার পানিতে ১ চা চামচ লবণ দিন। ডিমের খোসা দ্রুত ছাড়াতে পারবেন।
  • এক কার্টন দুধে এক চিমটি লবণ দিলে দীর্ঘদিন তা ভালো থাকবে।
  • বেকিং সোডার সাথে লবণ মিশিয়ে টুথপেস্ট হিসেবে ব্যবহার করুন। দূর হবে দাঁতের হলদে দাগ।
  • ফুলদানির ভেতরের অংশ পরিষ্কার করার জন্য লবণ-পানি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর সাবান পানি দিয়ে পরিষ্কার করুন।
  • হাত থেকে পেঁয়াজ বা রসুনের গন্ধ দূর না হলে ভিনেগারের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে হাত ধুয়ে নিন।
  • সবুজ শাকসবজি সেদ্ধ করার সময় পানিতে এক চিমটি লবণ দিন। শাকসবজির রং নষ্ট হবে না।
  • লোহার পাত্র পরিষ্কার না হলে লবণ ছিটিয়ে শুকনা কাপড় দিয়ে ঘষে মুছে নিন।
  • স্টেক তৈরির সময় প্রচুর পরিমাণে তেল বা মাখনের পরিবর্তে ১ চা চামচ মোটা দানার লবণ দিন। সুস্বাদু স্টেক তৈরি হয়ে যাবে।
  • কাটিং বোর্ড পরিষ্কার করার জন্য লবণের সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘষে নিন।
  • কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন।
  • রূপা অথবা তামার আসবাব-অলঙ্কার পরিষ্কার করার জন্য ভিনেগার ও লবণের মিশ্রণ ঘষুণ প্রথমে। তারপর পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। আগের মতোই ঝকঝকে হয়ে যাবে।
  • কাপ থেকে চা অথবা কফির দাগ উঠতে না চাইলে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ ভিনেগার দিন। কয়েক ঘণ্টা রেখে তারপর কাপ পরিষ্কার করুন। দূর হবে দাগ।
  • অলিভ অয়েলের সঙ্গে লবন মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এটি ত্বকের মরা চামড়া দূর করবে।
  • কুসুম গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে চুলে স্প্রে করুন। উজ্জ্বল হবে চুল। এছাড়া মাথার ত্বকে লবণ ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেললে খুশকি দূর হয়ে যাবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *