Connect with us

জাতীয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: বিএনপি ৮, আ.লীগ ৬

Published

on

বাংলাদেশেরপত্র ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০১৭-২০১৮ বর্ষের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি-সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছে। অপরদিকে সরকার সমর্থিত সাদা প্যানেল থেকে ছয়টি পদে বিজয়ী হয়েছে।

সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী মো. জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জয়লাভ করেছেন।

শুক্রবার সকালে নির্বাচন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে নীল প্যানেল সমর্থিত আইনজীবী মো. জয়নুল আবেদীন ১ হাজার ৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার সমর্থিত সাদা প্যানেলের আইনজীবী আব্দুল মতিন খসরু পেয়েছেন ১ হাজার ৮৯৫ ভোট।

সম্পাদক পদে নীল প্যানেল সমর্থিত ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ১ হাজার ৯১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সরকার সমর্থিত সাদা প্যানেলের আইনজীবী রবিউল আলম বুদু পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট।

অন্যান্য পদের মধ্যে সহসভাপতি উম্মে কুলসুম বেগম রেখা (নীল প্যানেল), সহসভাপতি মো. অজিউল্লাহ (সাদা প্যানেল), কোষাধক্ষ্য মো. রফিকুল ইসলাম হিরু (সাদা প্যানেল), সহসম্পাদক শামীমা সুলতানা দীপ্তি (নীল প্যানেল), সহসম্পাদক শফিকুল ইসলাম (সাদা প্যানেল) নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে মো হাবিবুর রহমান হাবির (সাদা প্যানেল), শেখ তাহসিন আলী (নীল প্যানেল), মো. মোসাব্বির হাসান ভুইয়া (নীল প্যানেল), আয়েশা আক্তার (নীল প্যানেল), এ বিএম নূরে আলম উজ্জল (সাদা প্যানেল), মৌসুমী আক্তার (নীল প্যানেল) ও কুমার দেবুল দে (সাদা প্যানেল) নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২২ ও ২৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০১৭-২০১৮ বর্ষের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী নির্বাচনে ৫ হাজার ৮১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৯২৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *