Connect with us

দেশজুড়ে

আটোয়ারী থানায় জন সচেতনতামুলক মতবিনিময় সভা

Published

on

জাহেরুল ইসলাম, আটোয়ারী: পঞ্চগড়ের আটোয়ারী থানায় জঙ্গি,সন্ত্রাশ ও নাশকতার বিরুদ্ধে জন সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী থানার আয়োজনে এবং অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ৩১ মার্চ শুক্রবার বিকেলে থানার গোল ঘরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় থানার সকল পুলিশ কর্মকর্তা, কনস্টেবল, উপজেলার বিভিন্ন বাসা-বাড়ির মালিক, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বর্তমান সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় একটি দুষ্ট চক্র এদেশের মেধাবী শিক্ষার্থীদের ইসলামের অপব্যাখ্যা দিয়ে অপকর্মে লিপ্ত করছে। দেশ বর্তমানে জঙ্গি আতঙ্কে রয়েছে। জঙ্গিরা দেশের উন্নয়ন কাজের প্রধান শত্র“। এদের নির্মুল করতে সবার সহযোগিতা দরকার। তিনি স্থানীয় বাসা-বাড়ির মালিকদের বাসা ভাড়া দেয়ার সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। বহিরাগত ভাড়াটিয়া সম্পর্কে সম্পুর্ন তথ্য জেনে এবং নির্ধরিত ফরম পুরনের মাধ্যমে ভাড়া দেয়ার পরামর্শ দেন। মতবিনিময সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাসার মালিক মোঃ আব্দুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *