Connect with us

জাতীয়

মৌলভীবাজারের অপারেশন ‘ম্যাক্সিমাস’ শনিবার সকাল পর্যন্ত স্থগিত

Published

on

মৌলভীবাজারেরর বড়হাটের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ আজকের মতো স্থগিত করা হয়েছে। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে।

অাজ শুক্রবার সন্ধ্যায় কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, বৈরি আবহাওয়া আর অন্ধকার হয়ে যাওয়ার আজকের মতো অভিযান স্থগিত। কাল সকাল থেকে আবার অভিযান শুরু হবে। কিছু ব্লাস্ট হয়েছে, ভেতর থেকে কিছু বোমা বিষ্ফোরণ ঘটিয়েছ। আমরা ধারণা করছি প্রচুর বোমা আছে। এ অপারেশন কিছুটা জটিল।

ভেতরে কত জন আছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম ইসলাম বলেন, আমাদের সোয়াত টিম যখন অভিযান চালানোর জন্য ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন ভেতর থেকে বোমা বিষ্ফোরণ ঘটিয়েছে। ধারণা করা হচ্ছে ওই বাড়ির ভেতরে কয়েকজন আছে। এ অপারেশন একটু জটিল, ভবনের অনেক বিষ্পোরক থাকতে পারে।

‘অপারেশন ম্যাক্সিমাস’ নামের এই অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে আছে সোয়াত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযানে সহায়তা করছে।

পুলিশের ভাষ্য, বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসা গলির দোতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানাটি অবস্থিত। গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়িটি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ। বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। গতকাল বৃহস্পতিবার দিনভর বাড়িটি থেকে কোনো সাড়াশব্দ পাওয়া না গেলেও গভীর রাতে গুলি-বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বুধবার ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে আরেকটি জঙ্গি আস্তানা শনাক্ত হয়। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রেখে সেখানে ‘অপারেশন হিট ব্যাক’ নামে অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযানের সমাপ্তি টানা হয়। সেখানকার জঙ্গি আস্তানা থেকে ছিন্নভিন্ন সাত থেকে আটজনের লাশের অংশ পাওয়ার কথা জানায় পুলিশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *