Connect with us

রাজনীতি

“চুক্তি বা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না” -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Published

on

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: দলীয় নেতারা মির্জা ফখরুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তিস্তার পানিও পাব না, সীমান্তে হত্যাও বন্ধ হবে না। আমরা সব দেব কিন্তু কিছুই পাব না। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুর ইউনিয়ন ডি-হাট বাজারে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বলেন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তিস্তা নদীর পানিসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্ত হত্যা বন্ধ করা এবং বাণিজ্য বাধা অপসারণ করা। এগুলোর সমাধান না হলে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, বাংলাদেশ সরকার দাবি করে, এখন ভারত-বাংলাদেশ সম্পর্ক উষ্ণতম পর্যায়ে আছে। তাহলে এই ধরনের চুক্তির কোনো প্রয়োজনীয়তা আছে বলে বিএনপি মনে করে না। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, মিথ্যা মামলার রায় দিয়ে এ সরকার বিএনপির নেতা-কর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে চায়। এ সময় জেলা বিএনপির আহŸায়ক তৈমুর রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিএনপির ৩ নেতা-কর্মীর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *