Connect with us

জাতীয়

সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

Published

on

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে নিজের সরকারি বাসভবন গণভবনে কওমী মাদ্রাসার আলেমদের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে বৈঠকে কওমী মাদ্রাসাগুলোর শীর্ষ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংগঠনটি শুরু থেকেই ভাস্কর্য সরানোর দাবি করে আসছিল।

আলেমদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি নিজেও এটা পছন্দ করিনি। বলা হচ্ছে- এটা নাকি গ্রিক মূর্তি…। এখানে গ্রিক মূর্তি কেমন করে আসবে?’

এসময় তিনি বলেন, ‘গ্রিকদের পোশক ছিল একরকম। এখানে আবার দেখি- শাড়ি পরিয়ে দিয়েছে। এটাও হাস্যকর হয়েছে।’

ভাস্কর্য অপসারণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে খুব শিগগিরই বসব। আপনারা ধৈর্য ধরেন, ভরসা রাখেন। এজন্য যা যা করা দরকার আমরা তা করব।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *