Connect with us

রাজনীতি

বিএনপি-জামায়াত বাংলাদেশের স্থায়ী বিপদ: তথ্যমন্ত্রী

Published

on

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে যে পরিস্থিতি চলছে তাতে তৃতীয় পন্থা বা মধ্য পন্থার কোনো সুযোগ নেই। যারা তৃতীয় পন্থা বা মধ্য পন্থার নামে বিএনপি-জামায়াতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক সাহায্য করছেন, তাদের এই আত্মঘাতী পথ পরিহার করে ১৪ দলের মহাজোটে শামিল হওয়া উচিত।

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে জাসদের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াত ও এদের সহযোগীরা বাংলাদেশের জন্য স্থায়ী বিপদ। শুধু আগামী ২০১৯ সালের নির্বাচনেই নয়, তাদের চিরদিনের জন্য বর্জন করতে হবে। তিনি বলেন, মহাজোটের ছাতার নিচে ক্ষমতার অপব্যবহার চলছে। শরীকদের প্রতি অবহেলা করা উচিত না। যারা ক্ষমতার অপব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ এর পর যে পাকিস্তানপন্থি রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, ২০০৮ সালের পর থেকে সেই পাকিস্তানপন্থি ধারার জঞ্জাল পরিষ্কার করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার যুদ্ধ চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *