Connect with us

ফিচার

আগামীকাল ঐশীর আপিলের রায়

Published

on

বাংলাদেশেরপত্র ডেস্ক: পুলিশ দম্পতি মাহফুজুর রহমানের হত্যা মামলায় ডেথ রেফারেন্সে আপিলের ওপর রায় আগামীকাল সোমবার ঘোষণা করবে হাইকোর্ট।

রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করে। এই মামলায় পুলিশ দম্পতির মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল ঢাকার একটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। পাশাপাশি মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আসে।

গত ৫ মে হাইকোর্টে ঐশীসহ উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য গ্রহণ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। এরপরই আজ রবিবার এ রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করে দেয় আদালত।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা-মাকে খুন করার কথা স্বীকার করেন। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *