Connect with us

দিনাজপুর

দিনাজপুরে ২ আসনে জামায়াত ৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশিদের দৌড় ঝাঁপ

Published

on

এম রুহুল আমিন,নবাবগঞ্জ: বিএনপির শরিক দল ও ২০ জলীয় জোট ভুক্ত ঐক্যমতের ভিত্তিতে দিনাজপুর জামায়াতে ইসলামীর সাথে বিএনপির সমঝোতা দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে তাদের প্রার্থী চুড়ান্ত করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ৬টি সংসদীয় আসনের মধ্যে জোটভুক্ত জামায়াতকে দেয়া হয়েছে ২টি আসন। আর বাকী ৪টি আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষ নিয়ে নির্বাচনী মাঠে থাকবেন বলে সূত্রটি জানায়। এর মধ্যে জামায়াতে ইসলামীর ২ জন প্রার্থী নতুন। অপরদিকে বিএনপির ২ জন প্রার্থী যুবক ও ২ জন প্রার্থী সাবেক সংসদ সদস্য। এরা ৪ জন ধানের শীষ নিয়ে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবে বলে দলীয় হাই কমান্ড সূত্রে জানা গেছে। দিনাজপুর জেলায় ৬টি আসনে সংসদ সদস্য প্রার্থী চুড়ান্ত ব্যাপারে বিএনপি-জামাত জোট ঐক্যমত পৌছেছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। এর মধ্যে সংসদীয় এলাকা ১ বীরগঞ্জ-কাহারোল সদসদীয় আসনে মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে জামায়াতের কর্মপরিষদের সদস্য বর্তমান বীরগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা মোঃ হানিফ ও দিনাজপুর সংসদীয় আসন ৬ বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর আসনে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীল মাওলানা আনোয়ারুল ইসলামের মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। ইতিপূর্বে ১৯৯৬ সালে ও ২০০১ সালে সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আজিজুর রহমান বিপুল ভোটে জামায়াত ও জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। এই আসনে ৪টি উপজেলায় জামায়াতের শক্তঘাটি হিসেবে পরিচিত। যে ঘাটি বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য শিবলী সাদিক দায়িত্ব পালন করছেন। দিনাজপুর ২ আসন বিরল-বোচাগঞ্জ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চুড়ান্তভাবে পেতে যাচ্ছেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাডঃ এএফএম বিয়াজুল হক চৌধুরীর ১ম পত্র। কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান, সাবেক সংসদ সদস্য লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান শারীরিক অসুস্থতার কারণে এবার নির্বাচনী ভোটযুদ্ধে মাঠে থাকবেন না বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। দিনাজপুর সদর ৩ আসেেন এবার ধানের শীষ মার্কা নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করবেন দিনাজপুর পৌরসভার ২ বারের বিজয়ী মেয়র কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম। দিনাজপুর ৪ চিনিরবন্দর-খানসামা সংসদীয় এলাকায় ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহŸায়ক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া। দিনাজপুর সংসদীয় আসন ৫ পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহŸায়ক এজেডএম রেজওয়ানুল হক। তবে তিনি ৬ বারের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীরমুক্তিযোদ্ধা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমানের নিকট প্রতিবারেই বিপুল ভোটে পরাজয় বরণ করেন। দিনাজপুর ২ আসন বিরল-বোচাগঞ্জ সংসদীয় আসনে ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আব্দুর রৌফ চৌধুরীর একমাত্র পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান। মনোনীত প্রার্থীদের ইতিমধ্যে গ্রীন সিগন্যাল দেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে হাই কমান্ড সূত্রে জানা যায়। তবে অপর সূত্রটি জানায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে আসার পরেই প্রার্থীদের মাঠে নামার জন্য চুড়ান্ত নির্দেশ দিবেন। অপরদিকে জামায়াত সারা দেশে তাদের যে কোন ১টি প্রতীক বেছে নিয়ে সকল প্রার্থী সেই প্রতীকের উপর নির্বাচন করবেন বলে জানা গেছে। যাতে প্রতীক দেখলে বুঝতে পারা যায় এটা জামায়াতের প্রতীক। ইতিমধ্যে যদি রাজনৈতিক সংগঠন জামায়াত যদি নিষিদ্ধ হয় তাহলে তারা স্বতন্ত্রভাবে ভিন্ন মার্কা নিয়ে এই পদগুলোতে নির্বাচন করবে বলে জানা যায়। দলীয় সূত্রে জানা যায়, বিএনপি তাদের শরিকদল জামায়াতকে ৫৫টি আসন ছাড় দিতে রাজি হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *