Connect with us

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি তামিম-সাকিবের

Published

on

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ উইকেট জুটিতে ১৫৫ রান যোগ করেন বাংলাদেশের তামিম ইকবাল ও সাকিব আল হাসান। টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি । আর অসিদের বিপক্ষে যেকোন উইকেট জুটিতে এই রান দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ১৮৭। ২০০৬ সালে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে ১৮৭ রান যোগ করেন নাফীস ও হাবিবুল বাশার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ রানের জুটি ছিলো ৫০ রান। ২০০৬ সালে চট্টগ্রাম টেস্টের তৃতীয় ইনিংসে ৫০ রান যোগ করেছিলেন শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুল। পরবর্তীতে নাফীস ৭৯ ও আশরাফুল ২৯ রানে ফিরেন। আর ঐ টেস্টটি বাংলাদেশ হেরেছিলো ইনিংস ও ৮০ রানে। অসিদের বিপক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়ে সাকিব ৮৪ ও তামিম ৭১ রানে থামেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *