Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমুলক বনাঢ্য র‍্যালী

Published

on

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় “গ্রামে শান্তি, সূশাসন প্রতিষ্ঠায়, আসুন সবাই মিলে গ্রাম আদালতকে সক্রিয় করি” বিষয়কে নিয়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আওতায় সোমবার (৩০অক্টোবর) সকালে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বালাপাড়া ইউনিয়ন এর আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর অর্থ ও কারিগরি সহযোগীতায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমুলক এক বনাঢ্য র‍্যালী কাউনিয়া কলেজ হতে উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্শন করে বালাপাড়া ইউনিয়ন পরিষদে শেষ হয়।
এসময় বনাঢ্য র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা, কাউনিয়া কলেজের অধ্যক্ষ মুসা আহাম্মদ, উপজেলা প্রকৌশলী মাহমুদ আহাম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরফুল ইসলাম, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক আবু আশেক ছিদ্দিকী পরাগ, প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব, ইউপি সদস্য জমিলা বেগম, মালেকা বেগম, আমিনুল ইসলাম, ইউপি সচিব আকরাম হোসেন, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উপজেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ, বালাপাড়া ইউনিয়ন গ্রাম আদালত সহকারী জুলহাস হোসেন সোহাগ, সাংবাদিক মিজানুর রহমান মিজান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ এলাকার সুধীবৃন্দ। র‍্যালী শেষে বালাপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *