Connect with us

বিচিত্র সংবাদ

বিজয় দিবসে বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া, অধ্যক্ষ আটক

Published

on

আটক অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারমহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের ‘বেহেশত নসিব’ কামনা করে দোয়া করেছেন টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকার। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকাল ৮টায় গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে একাত্তরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ দোয়া অনুষ্ঠানে মোনাজাতে নেতৃত্ব দেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার। দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, ‘হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকারী, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেশত নসিব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদেরকে বেহেশত নসিব করো।’

দোয়া অনুষ্ঠানে এ ধরনের বক্তব্যে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। এ ঘটনায় উপস্থিত সবার মাঝে উত্তেজনা দেখা দেয়।

উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রধান তিন আসামির বাড়ি গোপালপুরে। গোপালপুরের দুই জঙ্গি সম্প্রতি ক্রসফায়ারে মারা গেছে। অধ্যক্ষ ড. ফায়জুলের মতো মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ,যারা জামায়াত শিবিরের সঙ্গে যুক্ত ছিল তাদের মুখ থেকে এমন কথা বের হওয়া অস্বাভাবিক কিছু নয়। আমরা তার কঠিন শাস্তি চাই।’

উপজেলা নির্বাহী অফিসার দিলারু শারমীন বলেন, ‘দোয়া অনুষ্ঠানে এ ধরনের বক্তব্য শুনে প্রথমে বিশ্বাস করতে চাইনি। কিন্তু তিনি একই কথা বারবার বলতে থাকেন।’

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং গোপালপুর কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সোবহান তুলা বলেন, ‘মুখ ফসকে হয়তো তিনি একথা বলেছেন। তবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।’

তবে অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার বলেন, ‘ভুলবশত আমার মুখ থেকে কথাটা বের হয়ে গেছে।’

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, ‘ঘটনার পর পরই অধ্যক্ষকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *