Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় পুষ্টি বিষয়ক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

Published

on

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় শুক্রবার (২৫শে মে) সকালে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্প (বারটান অংগ) এর বাস্তবায়নে এবং উপজেলা কৃষি বিভাগের আয়োজনে পরিষদ হলরুমে তিনদিন ব্যাপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সরওয়ারুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক (আইএএনএফপি) ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বারটান) কৃষিবিদ জ্যোতি লাল বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা (বারটান) মোঃ আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ হারুনর রশীদ প্রমূখ।
প্রশিক্ষনে উপজেলার কৃষক-কৃষানী ৩০জন ছাড়াও এএসএমও, শিক্ষক, ইমাম, এনজিও কর্মীসহ মোট ৬০জন অংশগ্রহন করে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *