Connect with us

জাতীয়

স্বাস্থ্যখাতে সেবার মান বেড়েছে: ড্যান মজীনা

Published

on

dan_w_mozena-1চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশের স্বাস্থ্যখাত বেশ উন্নতি লাভ করেছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যখাতে এ উন্নতির পেছনে আমেরিকার অংশীদারিত্ব রয়েছে। সকাল পৌনে ১০টায় হাসপাতালে পৌঁছে প্রায় একঘণ্টা শিশু সার্জারি বিভাগ পরিদর্শন করেন। এসময় রোগীদের সঙ্গে স্বাস্থ্য সেবা নিয়েও কথা বলেন। পরিদর্শন শেষে হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম এ হাসপাতালে চিকিৎসকরা আন্তরিকভাবে রোগীদের সেবা দিচ্ছেন। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অস্ত্রোপচারসহ রোগীদের বিশেষ যতœ নেওয়া হচ্ছে। যা অন্যান্য মেডিক্যালে খুব একটা দেখা যায়না। স্বাস্থ্যখাতে আমেরিকার সঙ্গে অংশীদারিত্বের কারণে বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে দাবি করে তিনি বলেন, এ অংশীদারিত্ব বাংলাদেশের মেডিকেলগুলোর সাফল্য অর্জনে সাহায্য করেছে। চমেক হাসপাতালে শিশুদের উন্নত সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানের পরিচালক, শিশু সার্জারি বিভাগের প্রধান ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ সাফল্য চিকিৎসকদের কঠোর পরিশ্রমের ফসল। বাংলাদেশি চিকিৎসকরা আমেরিকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে প্রযুক্তি নির্ভর চিকিৎসায় জ্ঞান লাভ করছে উল্লেখ করে মজীনা বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত জ্ঞান তারা এখানে কাজে লাগাচ্ছেন। ফলে বাংলাদেশের মানুষ সহজে প্রযুক্তি নির্ভর সেবা পাচ্ছে। আমেরিকা বাংলাদেশকে সম্পর্কের মূল্য দেয় বলেই এ ধরণের সহযোগিতা পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি বাংলাদেশের চিকিৎসা খাতে নুতন বিপ্লব, ইতিবাচক দিক। আগামীতেও বাংলাদেশে স্বাস্থ্যখাতে আমেরিকা সরকার যথাযথ সাহায্য ও সহযোগিতা করবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। চমেক পরিদর্শনের সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. তাহমিনা বানু ড্যান মজীনার সঙ্গে ছিলেন। শিশু সার্জারি বিভাগের প্রধান ডাঃ তাহমিনা বানু জানান, অনেক সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তারা। তিনি বলেন, উন্নত স্বাস্থ্যসেবার কথা শুনেই আমেরিকার রাষ্ট্রদূত শিশু সার্জারি বিভাগ পরিদর্শনে আসেন। এখানে শিশুদের মানসম্মত সেবা প্রদানের চিত্র দেখে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *