Connect with us

আন্তর্জাতিক

শিয়া-সুন্নির বিভক্তিতে পশ্চিমাদের হাত রয়েছে: সর্বোচ্চ নেতা

Published

on

49cf2124abf56b729c70fecd9d99fd8b_XLআন্তর্জাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মুসলমানদের মধ্যে শিয়া এবং সুন্নির নামে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্রে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। এটি ইসলাম ও মুসলমান বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তিনি। ইরানের রাজধানী তেহরানে ইসলামি ঐক্য সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদলকে দেয়া সক্ষাতে সর্বোচ্চ নেতা এ কথা বলেছেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, “পশ্চিমাপন্থি বুদ্ধিজীবীরা নিজেদেরকে ইসলামী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে তারা ইসলামের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের সঙ্গে সম্পর্কিত শিয়া মতবাদ যেমন শিয়া নয় তেমনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সঙ্গে সম্পর্কিত সুন্নি মতবাদ প্রকৃত সুন্নি নয় বরং এরা সবাই ইসলাম-বিরোধী শক্তি।” এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা মুসলমানদেরকে ঐক্য জোরদার করা ও সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার আহ্বান জানান। এর পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সমালোচনা করে বলেন, তারা ইরানের বিরুদ্ধে ভুল পথে পা বাড়িয়েছে এবং অনেকেই ইরান-বিরোধী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *