Connect with us

আন্তর্জাতিক

শুয়োরমুক্ত অক্সফোর্ড!

Published

on

image_114011_4আন্তর্জাতিক ডেস্ক:

শুয়োর, শুয়োরের মাংস ও সসেজ সম্বন্ধীয় যেকোনো পরিচ্ছেদ বা প্রবন্ধ পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার নির্দেশ জারি করল কয়েক শতাব্দী প্রাচীন অক্সফোর্ড ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, মুসলিম ও ইহুদি ধর্মকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই দুই ধর্মেই শুয়োর খাওয়া নিষিদ্ধ। সম্প্রতি শুয়োর, শুয়োরের মাংস বা সসেজ বিষয়ক যাবতীয় পরিচ্ছেদ বাদ দেওয়ার নির্দেশ জানিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বিশ্ববিদ্যালয়ের সব লেখকদের চিঠিও দিয়েছে। অক্সফোর্ডের পাঠপুস্তকের লেখিকা এলিয়ানর আপডেল জানিয়েছেন, চিঠিতে লেখা রয়েছে, শুয়োর বিষয়ক যেকোনো পরিচ্ছেদ বা প্রবন্ধ অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে বাদ দিতে হবে। তবে অক্সফোর্ডের এই সিদ্ধান্তে লেখকরা সরাসরি মুখ না খুললেও বৃটিশ পত্রিকা ‘ডেইলি মেল’-এ প্রকাশিত খবর অনুযায়ী, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের লেখকদের একাংশ বেশ ক্ষুব্ধ। ‘ডেইলি মেল’-কে বৃটেনের লেবার পার্টির সাংসদ খালিদ মাহমুদ ফতোয়ার তীব্র সমালোচনা করে বলেন, ‘এটা একটা চূড়ান্ত ভাবে মুর্খের মতো সিদ্ধান্ত। কোনো মানে হয় না।’ একই ভাবে সমালোচনায় মুখর বৃটেনের শাসকদল কনজারভেটিভ পার্টির নেতাদের একাংশও। কনজারভেটিভ পার্টির সাংসদ ফিলিপ ডেভিসের মতে, ‘রক্ষণশীল রাজনৈতিক বোদ্ধারা এবার আমাদের স্কুলগুলিও নিজেদের দখলে নিচ্ছে। সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টিতে হস্তক্ষেপ করা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *