Connect with us

আন্তর্জাতিক

ইবোলা: তিনটি দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল

Published

on

DC95DA2FC3F518A8856255A4A2CE_h498_w598_m2মরণব্যাধি ইবোলা ভাইরাস আক্রান্ত তিনটি দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। একইসঙ্গে সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনি এই তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে সেনেগাল আকাশ ও জলপথে যোগাযোগও বন্ধ করে দিয়েছে। 

পশ্চিম আফ্রিকার এ তিনটি দেশেই ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। 

জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর তথ্য মতে, এ তিনটি দেশে এখন পর্যন্ত ২ হাজার ৪৪৩ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অর্ধেকেই মারা গেছেন। এছাড়াও নাইজেরিয়া আক্রান্ত চারজন এখন চিকিৎসাধীন আছেন। 

তবে ইবোলা ভাইরাসে আক্রান্ত ও নিহতের এ সংখ্যা প্রকৃত অবস্থার চেয়ে অনেক কম বলে মনে করছে হু। 

বিশেষত লাইবেরিয়া ও সিয়েরা লিওনে নিহতদের অনেক পরিবার বিষয়টি গোপন করছে। 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *