Connect with us

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অভিযোগগুলো তদন্ত করবে আইসিসি; ইসরাইলের ক্ষোভ

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যুদ্ধপরাধ সংগঠিত করায় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তেল আবিব সরকারের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরুর ঘোষণা দেয়ায় ইহুদিবাদী ইসরাইল ক্ষুব্ধ হয়েছে। আইসিসি’র সিদ্ধান্তকে মানহানিকর হিসেবে আখ্যায়িত করে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন,রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না থাকায় ফিলিস্তিনের বিষয়ে আইসিসি কোনো বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারে না। গত গ্রীষ্মে ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনে কয়েক হাজার ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আইসিসির তদন্ত কাজকে অযৌক্তিক ও হাস্যকর হিসেবে আখ্যায়িত করে যুদ্ধবাজ নেতানিয়াহু আরো বলেন,আন্তর্জাতিক আইন এবং স্বাধীন ন্যায়বিচারের আওতায় ইসরাইল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আইসিসির আইনজীবী ফাতৌ বেনসৌদা শুক্রবার এক বিবৃতিতে বলেছেন,ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধপরাধ সংগঠিত করার অপরাধে আদালত তেল আবিব সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এদিকে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, সন্ত্রাসবাদের  বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে বিরত রাখতে এই তদন্তের আয়োজন করা হচ্ছে।  লিবারম্যান বিবৃতিতে আরো বলেন,‘রাজনৈতিক বিবেচনায় ইসরাইল-বিরোধী এই পদক্ষেপ নেয়া হচ্ছে। ক্ষমতা থাকলে তিনি এই আদালত গুঁড়িয়ে দিতেন বলেও মন্তব্য করেছেন লিবারম্যান। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আইনজীবীরা ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের আনীত সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগসমূহের প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু করবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *