Connect with us

খেলাধুলা

মান বাঁচালো গেইলরা

Published

on

স্পোর্টস ডেস্ক:it-1
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর পর তিনটিতে হেরে যাওয়ায় হোয়াইট ওয়াশের লজ্জা হাতছানি দিচ্ছিলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সামনে। সেই লজ্জা থেকে দেশকে বাঁচিয়ে দিল বোলার হিসেবে পরিচিত অ্যান্ড্রু রুসেল। তার ব্যাটে চড়েই পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া দিবারাত্রির এ ম্যাচটিতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। বাঁ-হাতি মিডলওর্ডার ডেভিড মিলারের অপরাজিত সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে আফ্রিকানরা। ১৩৩ বল মোকাবিলায় ১১চার ও ৩ ছক্কায় ১৩০ রানে অপরাজিত থাকেন মিলার। আরেক বাঁ-হাতি জেপি ডুমিনি করেন ব্যক্তিগত ৪৩ রান। ক্যারিবিয়ান বোলারদের পক্ষে অধিনায়ক জেসন হোল্ডার সর্বোচ্চ ৪টি এবং শেলডন কটরেল ২টি উইকেট শিকার করেন। এছাড়া অ্যান্ড্রু রুসেল ও ড্যারেন সামি নেন ১টি করে উইকেট। ২৬৩ রানের জবাবে খেলতে নেমে দলীয় অর্ধশতক রানে যাওয়ার আগেই ৪ উইকেট হারালেও মারলোন স্যামুয়েলস, ড্যারেন সামি এবং শেষ দিকে অ্যান্ড্রু রুসেলের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ইনিংসের ৯ বল বাকি থাকতে শেষ পর্যন্ত ১ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস ৬৮, সামি ৫১ এবং রুসেল অপরাজিত ৬৪ রান করেন। শেষ দিকে রুসেলের এই অর্ধশতকের ইনিংসটাই দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখে। দক্ষিণ আফ্রিকার পক্ষে জেপি ডুমিনি ও বেহারদিন ২টি করে উইকেট নেন। মরনি মরকেল ও ওয়ায়েন পার্নেল নেন ১টি করে উইকেট। ব্যাটে বলে অলরাউন্ডিং নৈপূণ্য দেখিয়ে দলকে দারুণ জয় উপহার দেয়ায় এদিন সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতে নেন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রু রুসেল। রবিবারের এ ম্যাচে জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ এ ব্যবধান কমালো ক্রিস গেইলরা। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি সেঞ্চুরিয়ানে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *