Connect with us

আন্তর্জাতিক

কুবানিতে পতাকা উড়াল কুর্দিরা

Published

on

23661d97d7b08942903b8ca79a9b4ff3_XLআন্তর্জাতিক ডেস্ক:

আইএসআইএল’র হাত থেকে সিরিয়ার কুর্দি অধ্যুষিত কুবানি শহর সম্পূর্ণ মুক্ত করা হয়েছে। ৪ মাসের ভয়াবহ সংঘর্ষের পর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে পরাজিত করে সোমবার সেখানে নিজেদের পতাকা উড়িয়ে দিয়েছে কুর্দিরা। তুরস্কের সীমান্তবর্তী কুবানি শহরে চার মাসের সংঘর্ষে প্রায় ১,৮০০ মানুষ নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি কুবানি শহর থেকে আইএসআইএল’র সব সন্ত্রাসীকে বহিষ্কার করেছে এবং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। সংঘর্ষে আইএসআইএল সন্ত্রাসীরা বিপর্যন্ত হয়ে কুবানি শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তবে, মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, কুর্দিরা কুবানি শহরের শতকরা ৯০ ভাগ জায়গা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে, ওয়াইপিজি জেনারেল কমান্ড এক বিবৃতিতে বলেছে, আইএসআইএল সন্ত্রাসীদের ওপর কুর্দি বাহিনী বিজয় অর্জন করেছে। এ বিজয়ে সিরিয়ার কুর্দিরা ছাড়াও আশপাশের দেশ থেকে স্বেচ্ছাসেবী নারী-পুরুষ যোগ দিয়ে ১৩৩ দিনের প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে কুবানিকে মুক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, কুবানি শহর এখন সম্পূর্ণ মুক্ত হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *