Connect with us

আন্তর্জাতিক

বায়ুর মান বজায় রাখতে ব্যর্থ চীনা শহরগুলো

Published

on

16_Chআন্তর্জাতিক ডেস্ক:

চীনের বড় ৭৪টি শহরের মধ্যে মাত্র আটটি ২০১৪ সালে সরকারের বেঁধে দেয়া বায়ুর প্রাথমিক মান অর্জন করতে সক্ষম হয়েছে। বুধবার চীনা পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার চীনা শহরগুলো রাজধানী বেইজিং সংলগ্ন হেবেই প্রদেশে অবস্থিত। রাজধানী বেইজিং ও দেশটির সবচেয়ে বড় শহর সাংহাইও প্রাথমিক মান অর্জনে ব্যর্থ হয়েছে। দুটি শহরই দেশটির বড় ধরনের বায়ুদূষণের শিকার শহরগুলোর মধ্যে আছে। বায়ুদূষণ থেকে মুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে চীন। কিন্তু জ্বালানির প্রয়োজনে জীবাশ্ম জ্বালানি কয়লার উপর নির্ভরশীলতার কারণে বিষয়টি সহজ হচ্ছে না। ২০১৪ সালে হেবেইতে ৮ হাজারের বেশি কয়লানির্ভর কারখানা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। দেশের অর্থনীতির শ্লথ গতি মোকাবেলা ও কারখানা বন্ধ করে দেয়ার মধ্যে ভারসাম্য আনতে চীনা সরকার হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন বিবিসির বেইজিং প্রতিনিধি। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, আগের বছর মাত্র তিনটি শহর মান অর্জন করতে পেরেছিল, সেখান থেকে ২০১৪ সালে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে এখনও চীনের “বায়ুদূষণ পরিস্থিতি গুরুতর অবস্থায় আছে” বলে বিবৃতিতে বলা হয়েছে। বায়ুতে পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড ও ওজোনের মতো দূষিত পদার্থের উপস্থিতির ভিত্তিতে হিসাবটি করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *