Connect with us

আন্তর্জাতিক

মোবারক বিরোধী ২৩০ কর্মীর যাবজ্জীবন

Published

on

_80791331_80783784আন্তর্জাতিক ডেস্ক:

মিশরে মোবারক বিরোধী ২৩০ জন সক্রিয় কর্মীকে বুধবার যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। ২০১১ সালে মোবারক বিরোধী আন্দোলনে জড়িত থাকার দায়ে আদালত তাদের এ সাজা দেয়। এদের মধ্যে ওই আন্দোলনের নেতৃত্ব দানকারী আহমেদ দুমাও রয়েছেন। আদালত নাবালক পর্যায়ের অপর ৩৯ জনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে ২০১১ সালের আন্দোলনে দুমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া একটি বিজ্ঞান একাডেমিতে আগুন দেয়ার দায়ে দুমার ২২ লাখ ডলার (১.৪ পাউন্ড) জরিমানা করা হয়। এদিকে রায় ঘোষণার সময় দুমা হাততালি দিলে বিচারক মোহাম্মদ নেগি শেহাতা খেপে যান। এ সময় বিচারক বলেন, ‘আপনি এখন তাহরির স্কয়ারে নেই। আপনার আচরণ ঠিক করেন। আপনি বেশি কথা বললে আদালত অবমাননার দায়ে আমি আপনাকে আরো তিন বছরের সাজা দেবো। উল্লেখ্য, মিশরে যাবজ্জীবন সাজার মেয়াদ হচ্ছে ২৫ বছর। মিশরে ওই সময় দুমার নেতৃত্বে যে আন্দোলন হয় তাতে মোবারক বাধ্য হয়ে পদত্যাগ করেন। তিনিই মোবারক বিরোধী ওই আন্দোলনের মূল নেতৃত্ব দেন। দুমা ও অপর বিবাদীদের বিরুদ্ধে দেয়া এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করার সুযোগ পাবেন।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *