Connect with us

জাতীয়

ঢাকা বিমানের জরুরি অবতরণ

Published

on

biman bd airডেস্ক রিপোর্ট:
ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গত কাল দুপুর ১২টা ৩৩ মিনিটে ২৪১ আরোহী নিয়ে উড়াল দেওয়ার মিনিট আটের মধ্যেই ইঞ্জিন বিকল হওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে অবতরণ করে বিজি০৪৭ ফ্লাইটটি। বিমানের গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক খান মুশাররফ হুসেইনের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুই ইঞ্জিনে পরিচালিত বিমানের ৭৭৭-২০০ইআর এয়ারক্রাফটি চট্টগ্রামের হযরত শাহআমানত বিমানবন্দর থেকে উড্ডয়নের আট মিনিটের মধ্যে এর একটি ইঞ্জিন বিকট শব্দে বিকল হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিনটি বন্ধ করে দেন ক্যাপ্টেন। অপর ইঞ্জিনটি দিয়েই ফ্লাইট পরিচালনার সুযোগ থাকলেও নিরাপত্তার স্বার্থে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে শাহজালালে অবতরণের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন। নিরাপদে অবতরণের পর ওই ফ্লাইটের যাত্রীদের আরেকটি ফ্লাইটে দুবাই পাঠিয়ে দেওয়া হয়। অবশ্য, যে ক’জন বিকল্প ফ্লাইটে দুবাই যেতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদের অর্থ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *