Connect with us

আন্তর্জাতিক

খারাপ চুক্তির চেয়ে চুক্তি না হওয়াই ভালো: ইরানরে সর্বোচ্চ নেতা

Published

on

ba2cc0a2086c0efed6b276ebb0d742b4_XLআন্তর্জাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে একটি খারাপ চুক্তি সই করার চেয়ে চুক্তি না হওয়াটা অনেক ভালো। ছয় জাতিগোষ্ঠী ও ইরান যখন আগামী ৩০ জুনের মধ্যে পরমাণু ইস্যুতে একটি সার্বিক ও স্থায়ী চুক্তি করার চেষ্টা করছে তখন এ মন্তব্য করলেন তিনি।  আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় ইরানের পরমাণু আলোচকরা তেহরানের ওপর পাশ্চাত্যের শত্র“তামূলক অবরোধ তুলে দেয়ার চেষ্টা করছেন। কিন্তু তা যদি না করা যায় তাহলে প্রত্যেকেরই একথা জেনে রাখা উচিত, মার্কিন নেতৃত্বাধীন অবরোধের প্রভাব নষ্ট করে দেয়ার জন্য ইরান অভ্যন্তরীণভাবে বহু ব্যবস্থা নিতে পারবে। আরো বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনায় ইরান যুক্তি ও দলিল-প্রমাণ তুলে ধরে কথা বললেও পাশ্চাত্য যুক্তিতর্কের তোয়াক্কা না করে গায়ের জোরে কথা বলার চেষ্টা করছে। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান ২০১৩ সালের নভেম্বরে একটি অস্থায়ী পরমাণু চুক্তি সই করে। এ চুক্তিকে সার্বিক ও স্থায়ী রূপ দেয়ার জন্য আগামী ১ জুলাইয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে দু’পক্ষ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *