Connect with us

আন্তর্জাতিক

বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহত ১৫

Published

on

201482665630872734_20বাগদাদে জোড়া বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। 

উভয় বিস্ফোরণই ঘটানো হয় বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকা লক্ষ্য করে। ধারণা করা হচ্ছে গত শুক্রবার সুন্নি মসজিদে শিয়া ডেথ স্কোয়াডের চালানো হামলায় ৮৩ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়।

মঙ্গলবারের প্রথম হামলায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয় বাগদাদের শিয়া অধ্যুষিত  জিদিদাহ এলাকা। নিহত হন সাতজন। আহত হন আরও ২০ জন।

দ্বিতীয় বিস্ফোরণেরও লক্ষ্য ছিলো রাজধানীর শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় আল-দোরা এলাকায়। এখানে বিস্ফোরণে নিহত হন কমপক্ষে চারজন।

সর্বশেষ এই প্রাণহানির মধ্য দিয়ে ইরাকে গত ২৪ ঘণ্টায় সহিংসতায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েচে ৭৮ জনে।

ইরাকে মার্কিন আগ্রাসনে সাদ্দাম সরকারের পতনের পর থেকেই দেশটিতে মাথা চাড়া দিয়ে ওঠে শিয়া-সুন্নি গোষ্ঠীগত বিভাজন। সম্প্রতি চরমপন্থি সুন্নি সংগঠন আএএসআইএসের উত্থানের মধ্য দিয়ে পরিস্থিতির চরম আকার লাভ করে। 

গত শুক্রবার দিয়ালা প্রদেশে একটি সুন্নি মসজিদে হামলা চালিয়ে ৮৩ জন সাধারণ মুসল্লিকে হত্যা করে ডেথ স্কোয়াড হিসেবে খ্যাত কুখ্যাত শিয়া মিলিশিয়ারা।
এর জবাবে গত শনিবার থেকেই শিয়া অধ্যুষিত এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে সুন্নি চরমপন্থিরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *