Connect with us

আন্তর্জাতিক

পাকিস্তান ও আফগানিস্তানে পুলিশ দফতরে আত্মঘাতী হামলায় নিহত ১৭

Published

on

6133824-3x2-940x627আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের লাহোরে পুলিশ লাইনের কাছে মঙ্গলবার আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৩ জন। ডন অনলাইনের খবরে জানানো হয়, লাহোরের কালি গুজ্জারসিং এলাকায় পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে আত্মঘাতী হামলাকারী এই বোমা বিস্ফোরণ ঘটায়। তালেবান সহযোগী উগ্রপন্থী গ্র“প জামাত-উল-আহরার এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে।

এদিকে আফগানিস্তানের অবস্থিত পোলি আলম শহরের পুলিশ সদর দফতরে আরেকটি তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ১১ পুলিশ নিহত এবং ৮ জন আহত হয়েছে। লোগার প্রদেশের এ শহরটি আফগান রাজধানী কাবুলের দক্ষিণে অবস্থিত। প্রাদেশিক সরকারের মুখপাত্র বলেছেন, এ পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলার সঙ্গে চার তালেবান জড়িত ছিল। ঢোকার মুখেই একজন বোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের সঙ্গে তুমুল বন্ধুক যুদ্ধে অন্য দুইজন নিহত হয় উল্লেখ করে তিনি বলেন, একজন হামলাকারী পুলিশ সদর দফতরের ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয় এবং খাবার ঘরে আত্মঘাতী বোমা হামলা চালায়। লোগার প্রদেশের পুলিশ প্রধান আবদুল হাকিম ইশাগাজি এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে. তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন আত্মঘাতী এ হামলায় পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *