Connect with us

আন্তর্জাতিক

হাইতির কার্নিভালে পদদলিত হয়ে ১৬ জনের মৃত্যু

Published

on

People look at an injured person being carried away after a carnival float hit power lines, on the second day of Carnival celebrations in Port-au-Princeআন্তর্জাতিক ডেস্ক:

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে উৎসব কার্নিভাল চলার সময় দর্শণার্থীদের মধ্যে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্ততপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। একটি শকটে থাকা একজন গায়ক মাথার উপরের বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে শকটের আশপাশের দর্শণার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মঙ্গলবার রাতের এই ঘটনায় আরো ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজধানীর এই ট্র্যাজেডির ঘটনায় হাইতি সরকার শেষ দিনের কার্নিভাল বাতিল করে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। লেন্ট পরবকে সামনে রেখে বর্ণিল এই কার্নিভাল শুরু হয়েছিল। ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, রাতের ওই ঘটনায় শকটের শীর্ষে থাকা ফ্যান্টম নামের জনপ্রিয় এক সঙ্গীত শিল্পী উচ্চ-ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়িয়ে যাচ্ছেন এবং সেখানে থেকে আলোর ঝলকানিসহ অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। কার্নিভালের প্রেসিডেন্সিয়াল স্ট্যান্ড অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল তখন দর্শণার্থীতে পরিপূর্ণ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গায়ক বৈদ্যুতিক ক্যাবলে আটকে যাওয়ার পর আতঙ্কিত দর্শকের হুড়োহুড়িতে অধিকাংশ মানুষ হতাহত হয়েছেন। আহতদের মধ্যে ব্যারিকেড ক্রু নামের ব্যান্ড দলের সদস্য ফ্যান্টমও আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন শিল্পীর বন্ধুদের একজন। ঘটনার পরপর এক সংবাদ সম্মেলনে শেষদিনের কার্নিভাল বাতিল ঘোষণা করে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী ইভান্স পল। এক ট্যুইটার বার্তায় হাইতির প্রেসিডেন্ট মাইকেল মার্শেলি ঘটনায় হতাহতদের প্রতি “গভীর সমবেদনা” প্রকাশ করেছেন। দেশটির ফাস্টলেডি সোফিয়া মার্শেলি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *