Connect with us

দেশজুড়ে

রংপুর পীরগাছায় দরিদ্র পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের পায়তারা

Published

on

রংপুর প্রতিনিধি:  রংপুরের পীরগাছায় দরিদ্র একটি পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের পায়তারা চালানোর অভিযোগ উঠেছে । প্রভাবশালীর লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হুমকীর মুখে ভুক্তোভোগি পরিবারটি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন । প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের আদম (গণেশের খামার ) গ্রামের মৃত কাছিম উদ্দিনের ছেলে দিনমজুর আবু বক্কর,আবুল হোসেন ও আব্দুর রাজ্জক পৌত্রিক সুত্রে প্রাপ্ত আদম মৌজার ১৩৪৫ খতিয়নের ৮০৪ নম্বর দাগের ১১ শতক জমির উপর বসত বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন । কিছু দিন আগে ওই জমির উপর নজর পরে আদম বাড়াইপাড়া গ্রামের মৃত ফকির মামুদের ছেলে মনির উদ্দিনের । সে একদল ভারাটিয়া সন্ত্রাসী দিয়ে আবু বক্কর ও তার ভাইদের ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টা চালাতে থাকে । স্থানীয়রা জানায়,  প্রভাবশালী মনির উদ্দিন দরিদ্র পরিবারটিকে ভিটেমাটি সাজানো মামলায় জড়িয়ে হয়রানী করছে । তারা ভুক্তভোগি পরিবারের বসত ভিটার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারির জন্য প্রভাবশালী মনির উদ্দিনের দায়ের করা সাজানো মামলা প্রত্যহারের দাবি জানান । এ্র্ই মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার এস আই আলম গীর হোসেন বলেন,  ঐ জমির ব্যাপারে থানায়  মামলা করেছেন মনির। বিষয়টি আমাদের তদন্তাধীন রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *