Connect with us

আন্তর্জাতিক

মঙ্গল ভ্রমণের চূড়ান্ত তালিকায় পাকিস্তানি নাগরিক

Published

on

f8ef6a0a7a7eb08df8652e8cec4d9119_XLআন্তর্জাতিক ডেস্ক:

মঙ্গলগ্রহে ভ্রমণ করার জন্য ১,০০০ ব্যক্তির চূড়ান্ত তালিকায় একজন পাকিস্তানি নাগরিক ঠাঁই পেয়েছেন। দু লাখ প্রার্থীর মধ্য থেকে ১,০০০ ব্যক্তির এ সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। ৬০ বছর বয়সী রেজিনাল্ড ফোল্ডস নামের এ ব্যক্তি এক সময় পাকিস্তান বিমান বাহিনীর হেলিকপ্টার পাইলট ছিলেন। ১৯৯২ সালে চাকরি থেকে তিনি অবসর নেন এবং বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি কানাডায় বসবাস করছেন। চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়ার পর ফোল্ডস প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “মঙ্গলগ্রহ ভ্রমণের টিমে আমি একজন সদস্য হতে চাই কারণ হাজার বছর ধরে মানুষের মনে স্মরণীয় হয়ে থাকতে চাই। এ বিশ্বের বাইরে আমি কিছু একটা করতে প্রতিশ্র“তিবদ্ধ এবং মঙ্গল ভ্রমণের প্রথম যুগে মনুষ্য প্রজাতির একজন সদস্য হতে চাই।” তিনি আরো বলেন, ২২ বছরের সেনা জীবন, একজন পদাতিক কর্মকর্তা ও পাইলট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি সব ধরনের পরিবেশে বেঁচে থাকতে সক্ষম। ফোল্ডস জানান, তার মধ্যে অভিযানের নেশা রয়েছে এবং কোনো ভয় কাজ করে না। ফোল্ডস বর্তমানে কানাডা সরকারের অধীনে ইমারজেন্সি অপারেশন্স অফিসার হিসেবে কাজ করছেন। ২০২৪ সালের দিকে মানুষ নিয়ে প্রথম মঙ্গল গ্রহের দিকে রওয়ানা করবে ‘মার্স ওয়ান মিশন’। তবে, এক গবেষণায় বলা হয়েছে, মঙ্গল অভিযানের পথে ৬৮ দিনের মাথায় মনুষ্য প্রজাতির মৃত্যু শুরু হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *