Connect with us

আন্তর্জাতিক

দ. আফ্রিকায় সোনার খনিতে ১৮ শ্রমিক নিখোঁজ

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে সাড়ে তিন কিলোমিটার গভীরে আটকে পড়া প্রায় ৫০০ শ্রমিকের মধ্যে এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন। অবশ্য, বাকিদের অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা হয়েছে। রোববার (২২ ফেব্র“য়ারি) জোহানেসবার্গের নিকটবর্তী কার্লেটনভিলের কুসাসালেতু খনিতে ওই দুর্ঘটনার পর সেখানে কর্মরত ৪৮৬ শ্রমিক ভূ-গর্ভের সাড়ে তিন কিলোমিটার গভীরে আটকা পড়েন। অভিযান চালিয়ে শ্রমিকদের উদ্ধার করা হলেও পরে গণনা করে দেখা যায় ১৮ জন নিখোঁজ রয়েছেন। তবে, এই ১৮ জনকে উদ্ধারে তৎরতা চলছে বলে জানিয়েছে খনিটির কর্তৃপক্ষ হারমনি গোল্ড মাইনিং কোম্পানি। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কোম্পানির মুখপাত্র বলেন, খনির এয়ার কুলার থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। একইসঙ্গে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *