Connect with us

আন্তর্জাতিক

পেশোয়ার স্কুল হামলার কমান্ডার আটক

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

২০১৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের পেশোয়ার শহরে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলার সঙ্গে জড়িত অন্যতম সন্দেহভাজন তালেবান কমান্ডার তাজ মুহম্মদকে আটক করা হয়েছে। সোমবার বিবিসি জানিয়েছে, তালেবান পরিচালিত ওই হামলার নেপথ্যে যারা কমান্ডার হিসেবে কাজ করেছেন তাজ তাদের অন্যতম বলে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে । ১৬ ডিসেম্বর ওই স্কুলে হামলায় ১৩৩ ছাত্রসহ অন্ততপক্ষে ১৫০ জন নিহত হন। এই হামলার সঙ্গে সরাসরি জড়িত বন্দুকধারীরা সবাই নিহত হয়েছেন বলে ধরে নেয়া হয়। কিন্তু বর্বরোচিত এই ঘটনার নেপথ্যে আরো ১৮ জন জড়িত ছিলেন বলে বিশ্বাস করে পাকিস্তানি কর্তৃপক্ষ। তাদের সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা আত্মগোপন করে আছেন। পেশোয়ারের পাওয়াকা এলাকার একটি অস্থায়ী শরণার্থী শিবির থেকে তাজকে আটক করা হয়েছে। আটক তাজের বিচার সামরিক আদালতে হতে পারে। আর অভিযোগ প্রমাণিত হলে সংশোধিত আইন অনুযায়ী মৃত্যুদণ্ড নিশ্চিত। স্কুলে হামলার পর পেশোয়ারের নিরাপত্তা জোরদারে ব্যাপক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। আত্মরক্ষার্থে স্কুল শিক্ষকদের আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি দিয়ে তা ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে স্কুল চত্বরের এক পাশের দেয়ালের উপরের কাঁটাতার কেটে স্কুলটিতে প্রবেশ করে উগ্রবাদী ঘাতকেরা। ওই সময় স্কুলের মিলনায়তনে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। ওই মিলায়তনে ঢুকে নির্বিচার গুলি চালিয়ে রক্তবন্যা বইয়ে দেয় তালেবান জঙ্গিরা। এরপর শ্রেণীকক্ষগুলোতে প্রবেশ করে কোমলমতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের গুলি করে হত্যা করে। স্কুলটিতে আট ঘণ্টা ধরে তাণ্ডব চালায় তারা। মোল্লা ফাজুল্লাহর অনুগত পাকিস্তানি তালেবানের একটি অংশ এ হামলায় দায় স্বীকার করেছে। উত্তর ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের দমনে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *