Connect with us

খেলাধুলা

ভিলিয়ার্সের আরেকটি রেকর্ড

Published

on

স্পোর্টস ডেস্ক:
আরেকটি ভিলিয়ার্স তাণ্ডব দেখল ক্রিকেট বিশ্ব। এটি সেই দ্রুত শতকের রেকর্ড ভাঙা তাণ্ডব না হলেও একেবারে কম কিছু নয়। এদিন উইন্ডিজ বোলারদের চ্যাপ্টা করে ৫২ বলে শতক তুলে নেন তিনি। এটি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতক। তার ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৪০৮ রানের বিশাল সংগ্রহ, যা অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো দলের সর্বোচ্চ রান। এবং বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় চারশতাধিক রান। শেষ পর্যন্ত ভিলিয়ার্স ৬৬ বল খেলে ১৬২ রানে অপরাজিত থাকেন! ম্যাচের শুরুতে অবশ্য মন্থর ছিল আফ্রিকা। শুরুর মন্থরতা কাটিয়ে ধীরে ধীরে তারা ম্যাচে প্রভাব বিস্তার করে। ষষ্ট ওভারের চতুর্থ বলে ডি কক ফেরেন। রাসেলের বলে হোল্ডারের হাতে ক্যাচ দেন তিনি। ১০ম ওভার শেষে দলটির রান ছিল মাত্র ২৯। এই অবস্থা থেকে দলকে টেনে তোলেন ফাফ ডু প্লেসিস এবং আমলা। দুজনে গড়েন ১২৭ রানের জুটি। জুটি ভাঙতে উইন্ডিজরা যখন মরিয়া, তখন দৃশ্যপটে হাজির হন গেইল। ৩০তম ওভারে দুই বলের ব্যবধানে ফাফ (৬২) এবং আমলাকে(৬৫) ফেরান তিনি। আফ্রিকা তখন ১৪৬ রানে। এরপর রসৌকে নিয়ে ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স। দুজনে গড়েন ১৩৪ রানের জুটি। রসৌ ৩৯ বলে ৬১ রানে থামলেও ঝড় অব্যাহত রাখেন ভিলিয়ার্স। শেষ দিকে ফারহানকে নিয়ে ৮০ রানের আরেকটি খুনে জুটি গড়েন। যার মধ্যে ৭০ রান এসেছে ওই ভিলিয়ার্সের ব্যাট থেকে। জো হোল্ডার ১০ওভার বল করে দিয়েছেন ১০২ রান। অন্যরাও ছিলেন উদার। বেন ৭৯,টেইলর ৬৪, রাসেল ৭৪, সামি ৫০ এবং গেইল দিয়েছেন ২১। গেইল করেছেন মাত্র চার ওভার। নিয়েছেন দুই উইকেট। দুই উইকেট পেয়েছেন রাসেলও। একটি নিয়েছেন জো হোল্ডার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *