Connect with us

দেশজুড়ে

নান্দাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Published

on

নান্দাইল প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নামফলক ও নির্মাণ কাজের শুক্রবার শুভ উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আকম মোজাম্মেল হক। এ উপলক্ষে বিকালে উপজেলা পরিষদ ময়দানে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মাজহারুল হক ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক। অনুষ্ঠানে নান্দাইলের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. অহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মাজহারুল হক ফকির।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, বিএনপি-জামাত দেশে যে অরাজকতা সৃষ্টি করছে তা গণতান্ত্রিকভাবে প্রতিহত করার জন্য সারা দেশের ন্যায় নান্দাইলবাসীকেও ঐক্যবদ্ধভাবে সংগঠিত হতে হবে।
উল্লেখ্য, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নান্দাইল উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *