Connect with us

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার বিশাল জয়

Published

on

207331.3স্পোর্টস ডেস্ক:  হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত মিলেছিল ইংল্যান্ডের স্কোর দেখেই। জো রুটের সেঞ্চুরিতে লংকানদের সামনে ৩০৯ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ইটের জবাব পাটকেলটি দিয়েই দিল শ্রীলংকা। ৩১০ রান তাড়া করতে নেমে থিরিমান্নে আর সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পেয়ে গেল শ্রীলংকা।

জয়ের জন্য ৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে শ্রীলংকা। লাহিরু থিরিমান্নে ও দিলশানে ১০০ রানের ওপেনিং জুটিতে জবাবটা ভালোভাবেই দিতে শুরু করে লংকানরা। শেষ পর্যন্ত দ্বিতীয় উইকেট জুটিতে সাঙ্গাকারা আর থিরিমান্নের ২১২ রানের অপরাজিত জুটির ওপর ভর করে ৪৭.২ ওভারেই ১ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।

দিলশান ৫৫ বলে ৪৪ রান করে আউট হয়ে যান। থিরিমান্নে ১৩৯ এবং সাঙ্গাকারা অপরাজিত থাকেন ১১৭ রান নিয়ে ব্যাট করছেন। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন মঈন আলী।

এর আগে জো রুটের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে ইংলিশরা। রুট ১০৮ বলে ১২১ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল।

এছাড়া ইয়ান বেল, এউইন মরগ্যান, জেমস টেলর ও জস বাটলারের ছোট ছোট ইনিংসও ইংলিশদের ৩০৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সাহায্য করে। বেল ৪৯, বাটলার ৩৯, মরগান ২৭ ও টেলর করেন ২৫ রান। শ্রীলংকার পক্ষে ১টি করে উইকেট নেন মালিঙ্গা, লাকমাল, ম্যাথিউজ, দিলশান, হেরাথ এবং পেরেরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *