Connect with us

আন্তর্জাতিক

প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে ভারত

Published

on

India-Defence-Nationalturk-28আন্তর্জাতিক ডেস্ক:

পহেলা এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবছরে প্রতিরক্ষা বাজেট সাত দশমিক নয় শতাংশ বৃদ্ধি করেছে ভারত। শনিবার পার্লামেন্টে দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি নতুন অর্থবছরের (২০১৫/১৬) কেন্দ্রীয় বাজেট ঘোষণা করেন। বর্ধিত এই বাজেটে ভারতীয় সমরিক বাহিনীর যুদ্ধ বিমান, জাহাজ ও কামান জাতীয় অস্ত্র সংগ্রহের করার দীর্ঘদিনের ইচ্ছা ধাপে ধাপে পূরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। বাজেট বক্তৃতায় জেটলি সামরিক খাত সম্পর্কে বলেছেন, সামরিক খাতে ব্যায় দুই লাখ ৪৭ হাজার কোটি রুপি বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, “আমাদের ভূমির প্রতি ইঞ্চির প্রতিরক্ষা সবকিছুর উপরে।” বরাদ্দকৃত বাজেটের ৭৫ শতাংশ বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক বাহিনীর রক্ষণাবেক্ষণ কাজে খরচ করা হবে। চলতি বছরে অল্প কিছু নতুন সমরাস্ত্র কেনা হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে সামরিক ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছে ভারত। ভারত মহাসাগরে চীনা নৌশক্তির উপস্থিতি মোকাবেলায় ভারতীয় নৌবাহিনীর নতুন সাবমেরিন ও স্টিলথ্ প্রযুক্তি সম্পন্ন জাহাজ দরকার। ভারত মহাসাগরকে নিজের প্রভাব বলয়ে রাখার দিল্লির দীর্ঘদিনের ইচ্ছা বাস্তবায়ন করতেই এটি করতে হবে। আগামী সপ্তাহে চীন ২০১৫ সালের প্রতিরক্ষা বাজেট ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতির শ্লথ গতি সত্বেও দেশটি প্রতিরক্ষা বাজেট বরাদ্দ ব্যাপক বৃদ্ধি ঘটাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *