Connect with us

আন্তর্জাতিক

‘ইরানের পরমাণু উদ্যোগ এক দশক বন্ধ রাখতে হবে’

Published

on

609e7b149aa0410290a192d2eea27b2b_18আন্তর্জাতিক ডেস্ক:

পরমাণু চুক্তিতে পৌঁছাতে ইরানকে অবশ্যই তদারক করার সুযোগ রেখে অন্ততপক্ষে ১০ বছরের জন্য স্পর্শকাতর পরমাণু তৎপরতা বন্ধ রাখার প্রতিশ্র“তি দিতে হবে বলে মন্তব্য করেছেন বারাক ওবামা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক বিস্তারিত সাক্ষাৎকালে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে এখনও কিছু দ্বিমত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসে গ্রহণ করা এই সাক্ষাৎকারে ওবামা, ইরান চুক্তির বিরোধিতা করে মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন ভাষণ নিয়েও কথা বলেন। নেতানিয়াহুর এই তৎপরতা বিরক্তিকর হলেও তা যুক্তরাষ্ট্র-ইসরায়েল মিত্রতাকে ‘স্থায়িভাবে ক্ষতিগ্রস্ত’ করবে না বলে জানিয়েছেন তিনি। ইরান যেন পরমাণু অস্ত্র বানাতে না পারে এটি নিশ্চিত করার লক্ষ্য এক হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার ‘মূলগত দ্বিমত’ রয়েছে বলে জানিয়েছেন ওবামা। এ বিষয়ে নেতানিয়াহুর অবস্থানের তীব্র সমালোচনা করেন তিনি। পরমাণু প্রকল্প নিয়ে মার্চের মধ্যে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের একটি খসড়া চুক্তিতে আসার কথা। আর ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা। ইরানের ওপর আরোপিত বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা সহজ করার বিনিময়ে ইরানের পরমাণু সামর্থ্যকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখার লক্ষ্যে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। মার্চের চূড়ান্ত সময়সীমার আগে ওই আলোচনা এখন চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ববর্তী পর্যায়ে আছে। এই পর্যায়ে সাফল্যজনক চুক্তির চূড়ান্ত সময়সীমার আগে ইরানের পরমাণু তৎপরতার স্পর্শকাতর অংশগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখার দাবি জানিয়ে ওবামা ইরানকে সবচেয়ে কঠোর বার্তা দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, আগামী এক দশক পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখা উচিত বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে দাবি করেছেন তা প্রত্যাখান করেছে ইরান। আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরি। প্রতিক্রিয়ায় মঙ্গলবার সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রনী জাফরি বলেন, ‘ওবামার দৃষ্টিভঙ্গিৃ অগ্রহণযোগ্য ও হুমকির ভাষা প্রকাশ করছে ইরান কোন অতিরিক্ত ও বেআইনি দাবি মানবে না।’ তিনি বলেন, ‘তেহরান ছয় জাতির সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে।’

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *