Connect with us

দেশজুড়ে

তিস্তার জেগে ওঠা বালুচরে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া

Published

on

গঙ্গাচড়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার খরস্রোতা তিস্তার জেগে ওঠা বালুচরে তিস্তা পাড়ের কৃষকরা চাষ করছেন মিষ্টি কুমড়া।
গত কাল শনিবার সরেজমিন উপজেলার উত্তর কোলকোন্দ মটেরপাড়, দক্ষিণ কোলকোন্দ, মীরপাড়া, ধামুর, শংকরদহ, মহিপুর, চর ইশরকুল ঘুরে দেখা গেছে, কৃষক-কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন কুমড়া ক্ষেত পরিচর্যায়।
কৃষক ইলিয়াছ, মেজর, মতি মিয়া, হরিকান্ত চন্দ্র রায়, কৃষাণী আরতী রাণী, মুসো রাণী রায় জানান, কুমড়া বীজ বপন থেকে কুমড়া পরিপক্ক হওয়া পর্যন্ত সময় লাগে ৭০ থেকে ৭৫ দিন। বর্তমানে তারা বেসরকারি সংস্থা ইউএসএআইডি, এসডব্লিউএফএফ ও প্রাক্টিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর সহযোগিতায় ও তদারকির মাধ্যমে উন্নতমানের দেশি কুমড়ার চাষ করছেন। প্রতি পিস কুমড়া ২৫ টাকা থেকে প্রকারভেদে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কিন্তু বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে কুমড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছেন স্থানীয় কৃষক-কৃষাণীরা।
বেসরকারি সংস্থা ইউএসএআইডি, এসডব্লিউএফএফ ও প্রাক্টিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর গ্র“প সমন্বয়কারী অঞ্জলী রায় বলেন, বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারি সহযোগিতা পেলে এ অঞ্চলের কুমড়া দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হতো।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, চলতি মৌসুমে তিস্তার চরে প্রায় ৮০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। চাষিদেরকে এনজিও’র পাশাপাশি কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণও নিয়মিত পরামর্শ প্রদান করছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *