Connect with us

আন্তর্জাতিক

আইএসের প্রতি আনুগত্য ঘোষণা বোকো হারামের!

Published

on

Nigeria's+Boko+Haramআন্তর্জাতিক ডেস্ক:

এবার নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম সরাসরি আনুগত্য ঘোষণা করল ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস)। এক অডিও বার্তায় দুই জঙ্গি সংগঠন একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। স্থানীয় সময় শনিবার (০৭ মার্চ) রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ খবর জানানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। অডিও বার্তাটি বোকো হারাম প্রধান আবুবকর শেকাউর বলে দাবি করা হচ্ছে। যদিও এর আগে ২০০৯, ১৩ ও ১৪ সালে আবুবকরকে হত্যা করা হয়েছে বলে দাবি করে দেশটির সেনাবাহিনী। বার্তায় বলা হয়, ‘আমরা খেলাফত শাসনের প্রতি আমাদের আনুগত্য ঘোষণা করলাম… শুনবো ও মান্য করবো কঠিন এবং সমৃদ্ধির সময়ে।’ তবে এ অডিও বার্তাটি এখনো সঠিকভাবে যাচাই করা হয়নি। বোকো হারাম তাদের টুইট বার্তায় খবরটি বিশ্ববাসীকে জানিয়েছে। এর আগে মিশর, আলজেরিয়া, ইয়েমেন, সৌদি আরব ও লিবিয়ার জিহাদিদের সমর্থন গ্রহণ করে আইএস।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *