Connect with us

গাজীপুর

গাসিক মেয়রের দায়িত্বে কাউন্সিলর কিরণ

Published

on

Gajipur ccগাজীপুর প্রতিনিধি:

মেয়র এমএ মান্নানের অনুপস্থিতিতে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ। রবিবার বেলা ১টায় গাজীপুর নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় নগর ভবনের সর্বোস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন মেয়রকে স্বাগত জানাতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে পুলিশের করা একটি মামলায় গত ১১ ফেব্র“য়ারি গ্রেফতার হন গাসিক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মান্নান। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার গাসিকের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য ১ নম্বর প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে দায়িত্ব দিয়ে আদেশ জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ খবরের পর আসাদুর রহমান কিরণ সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, মেয়র এমএ মান্নানের অনুপস্থিতিতে আসাদুর রহমান কিরণকে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশ জারি করেছে। ওই আদশের বলেই তিনি মেয়রের দায়িত্ব নিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *