Connect with us

আন্তর্জাতিক

দুই শহর থেকে বোকো হারাম হটালো চাদ-নাইজারের সেনারা

Published

on

25e98940b8cf409bbce339029a05aa11_18আন্তর্জাতিক ডেস্ক:

রক্তক্ষয়ী লড়াইয়ের পর নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মালাম ফাতৌরি ও দামাসাক থেকে কুখ্যাত জঙ্গি সংগঠন বোকো হারামকে হটিয়ে দিয়েছে প্রতিবেশী চাদ-নাইজারের সেনারা। রোববার (০৮ মার্চ) শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ২শ’ বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে চাদের সামরিক সূত্র। এছাড়া লড়াইয়ে চাদের ১০ সেনা নিহত হওয়ার পাশাপাশি নাইজার ও চাদের ৩০ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দুই দেশের সামরিক সূত্র। গত বছর নভেম্বরে চাদ ও নাইজারের সীমান্তবর্তী নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর দু’টি দখল করে নেয় জঙ্গি সংগঠন বোকো হারাম। গত শনিবার (০৭ মার্চ) ইরাক ও সিরিয়ায় কথিত খেলাফত কায়েম করা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য স্বীকার করে বোকো হারাম।  এদিকে পশ্চিম আফ্রিকায় বোকো হারামকে রুখতে ১০ হাজার সেনার একটি আঞ্চলিক বাহিনী গড়ে তোলা হচ্ছে বলে শুক্রবার জানায় আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *