Connect with us

আন্তর্জাতিক

ইউরোপে অস্ত্র নিয়ন্ত্রণে নতুন চুক্তির ব্যাপারে আগ্রহী রাশিয়া

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপে অস্ত্র নিয়ন্ত্রণে আগের চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও নতুন চুক্তির ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। ইউরোপে অস্ত্র নিয়ন্ত্রণে পূর্বের চুক্তিতে না থাকার ঘোষণার বুধবার (১১ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মিখাইল ইউলিনভ মস্কোভিত্তিক রাশিয়ার বেসরকারি সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, আমরা বাস্তবতার নিরিখে নতুন চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আছি। স্নায়ুযুদ্ধের শেষ বছর ১৯৮৯ সালে ন্যাটোর সদস্য এবং সাবেক ওয়ারসপ্যাক্ট সদস্যদের মধ্যে ইউরোপে অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণে একটি চুক্তি প্রস্তাব উত্থাপণ করা হয়, যা ‘ট্রিটি অন কনভেনশনাল আর্মড ফোর্সেস ইন ইউরোপ (সিএফই)’ নামে পরিচিত। পরবর্তীতে ১৯৯০ সালের ১৯ নভেম্বর ন্যাটোর ১৬টি ইউরোপীয় দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নসহ ওয়ারস প্যাক্টের ৬টি দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে এই চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তীতে এই চুক্তি আরো পরিমার্জন এবং পরিবর্ধন করে ২০০৭ সালে আবার নতুন করে সম্পাদিত হয়। সিএফই চুক্তি অনযায়ী, স্বাক্ষর করা কোনো দেশই তার সেনাবাহিনীতে সাড়ে ১৬ হাজারের বেশি ট্যাংক কিংবা ২৭ হাজার ৩শ’র বেশি সশস্ত্র গাড়ি রাখতে পারবে না। এছাড়া অন্যান্য যুদ্ধাস্ত্রের বিষয়েও এই চুক্তিতে দিকনির্দেশনা দেওয়া আছে। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা দেয়, তারা আর সিএফইতে নেই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *