Connect with us

আন্তর্জাতিক

চীনে অনলাইনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিশু

Published

on

fatherআন্তর্জাতিক ডেস্ক:

চীনে শিশু বিক্রির অবৈধ বাজার গড়ে উঠেছে। অনলাইনে প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছে শিশু। দেশটিতে প্রতিবছর অপহরণ হওয়া ২০ হাজার শিশুর মধ্য থেকেই বেশির ভাগ শিশুকে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যদিও পুলিশ এ পরিসংখ্যান নাকচ করেছে। শিশু বিক্রির বাজারে ১ লাখ ইউয়ান পর্যন্ত দামে বিক্রি হয় ছেলে শিশু। মেয়ে শিশুর দাম এর দ্বিগুণ।   অপহরণ হওয়া বেশির ভাগ শিশুই চিরতরে হারিয়ে যায়। চীনে শিশু পাচারের বিষয়টি সবার নজরে আসে ১২ বছর আগে। সে সময় গুয়াংঝি প্রদেশে পুলিশ একটি বাসের পেছন থেকে ২৮ শিশুকে উদ্ধার করে। তাদেরকে ওষুধ দিয়ে চুপ করিয়ে রেখে একটি নাইলনের ব্যাগে ভরে পাচার করা হচ্ছিল। এতে এক শিশু দম বন্ধ হয়ে মারাও যায়। এ ঘটনায় জড়িত পাচারকারীদেরকে ধরে এর হোতাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে কর্তৃপক্ষ। পরবর্তীতে কর্তৃপক্ষ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করায় তারা সম্প্রতি আরো বেশি কৌশলী হয়ে উঠেছে। এখন বেশিরভাগ কর্মকান্ডই তারা পরিচালনা করছে অনলাইনে। দাগী অপরাধী চক্রগুলো এখন চুরি করা শিশুদেরকে ওয়েবসাইট এবং চ্যাট ফোরামের মাধ্যমে বিক্রি করছে। পুলিশী অভিযানে এ পর্যন্ত ১ হাজার ০৯৪ জন গ্রেপ্তার এবং ৩৮২ জন শিশু উদ্ধার পেলেও থেমে নেই অনলাইনে শিশু বিক্রির ব্যবসা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *