Connect with us

খেলাধুলা

তিন সংথ্যা পূরণ আউট দিলশান

Published

on

স্পোর্টস ডেস্ক:s-9
টসে জিতে ব্যাট করতে নেমে ২১ রানে প্রথম উইকেট হারানোর পর দিলশান-সাঙ্গাকারা মিলে প্রতিরোধ গড়ে তুলেন। ৯৭ বলে সেঞ্চুরি পূর্ণ করা দিলশান ৯৯ বলে ১০৪ রান করে সাজঘরে ফেরেন। এ নিয়ে চলতি বিশ্বকাপে দ্বিতীয় এবং ক্যারিয়ারে ২২তম সেঞ্চুরির দেখা পেলেন শ্রীলংকান ওপেনার। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দিলশানের ওপর রয়েছেন আরও চারজন ব্যাটসম্যান। এরা হচ্ছে শচীন টেন্ডুলকার (৪৯টি), রিকি পন্টিং (৩০টি), জয়সুরিয়া (২৮টি) এবং সাঙ্গাকারা (২৫টি)। তবে ২২ সেঞ্চুরির ঘরে রয়েছেন চারজন ব্যাটসম্যান। এর মধ্যে তিনজনই এখনও খেলার মধ্যে রয়েছেন। দিলশান ছাড়াও ক্রিস গেইল এবং বিরাট কোহলি রয়েছেন এ তালিকায়। এছাড়া ২২ সেঞ্চুরি করা সৌরভ গাঙ্গুলি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগে। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দিলশান। সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে রয়েছেন তার সতীর্থ কুমার সাঙ্গাকারা। চলতি বিশ্বকাপে শুধু আফগানিস্তান (০) ও নিউজিল্যান্ডের (২৪) বিপক্ষে ব্যাট হাতে নিজের নামে সুবিচার করতে পারেন নি দিলশান। বাকি চার ম্যাচেই স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে হার না মানা ১৬২ রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৪৪ রানের ইনিংস। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ এবং সর্বশেষ স্কটল্যান্ডের বিপক্ষে করেন ১০৪ রান। গত বিশ্বকাপেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন দিলশান। সেবার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। প্রথম লংকান তারকা হিসেবে গত বিশ্বকাপে ৫০০ রান করেছিলেন তিলকারতেœ দিলশান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *