Connect with us

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জের ব্যাপারে সুইডেনের উল্টো সুর

Published

on

0200ee7f8a5946a28f769042b2ca3bf9_18আন্তর্জাতিক ডেস্ক:

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করেছে সুইডেন। দেশটির প্রসিকিউটররা অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে লন্ডন যাবেন বলে প্রস্তাব করেছেন। এর আগে ২০১০ সালে যৌন হয়রানির মামলায় সুইডেন জুলিয়ান অ্যাসাঞ্জকে আটক করার দাবি জানায়। সেই সাথে দেশটির প্রসিকিউটররা সুইডেনেই তাকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে জোর দাবি তোলেন। তবে অ্যাসাঞ্জ ওই অভিযোগ অস্বীকার করে ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। অ্যাসাঞ্জের ভয় ছিল, তাকে যদি সুইডেন পাঠানো হয়, তাহলে দেশটি তাকে যুক্তরাষ্ট্রের হাতে সোপর্দ করবে। আর তথ্য ফাঁস করার অভিযোগে যুক্তরাষ্ট্র তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। অ্যাসাঞ্জের উকিল পার স্যামুয়েলসন সুইডেনের সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংবাদমাধ্যমকে বলেন, গত চার বছর ধরেই এটা আমাদের দাবি ছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *