Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

Published

on

Kurigram Bangobandhu Brith Day photo-(1)17.03.15  কুড়িগ্রাম প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী ও শিশু সমাবেশের মধ্যদিয়ে কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় স্বাধীনতার বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। র‌্যালীতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, আলোচনাসভার মধ্যদিয়ে মহান নেতার ৯৬তম জন্ম দিবস পালন করে।

এদিকে মঙ্গলবার দুপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী সফল করে কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা আওয়ামীলীগ। শোভাযাত্রাটি যুগ্ম সম্পাদক আমান উদ্দিন মঞ্জুর নেতৃত্বে  শহরের বাস টার্মিনাল থেকে বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে শহরের কলেজ মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আমান উদ্দিন মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান,যুবলীগ নেতা রুহুল আমীন দুলাল, আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *