Connect with us

আন্তর্জাতিক

ইয়েমেনে হামলা দুঃস্বপ্ন হয়ে সৌদি আরবকে তাড়া করবে’

Published

on

dbd6fb234edc5995382c9ae4e9b3495e_XLআন্তর্জাতিক ডেস্ক:

ইরানের জাতীয় সংসদের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন বরুজেরদি বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের হামলা হতাশাব্যঞ্জক ভাবে ব্যর্থ হবে। তিনি বলেন, ইয়েমেনের বীর জনতাকে পরাজিত করতে পারবে না সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। ইয়েমেনে হামলা দুঃস্বপ্ন হয়ে সৌদি আরবকে আজীবন তাড়া করবে।  শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ সব কথা বলেন বরুজেরদি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের নীতি ব্যর্থ হয়েছে এবং  ইয়েমেনের বিরুদ্ধে দেশটির যুদ্ধ শুরু করার কোনো যুক্তি নেই। জাতিসংঘ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি’র সদস্য ইয়েমেনে হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিধির মারাত্মক লঙ্ঘন ঘটেছে। ইয়েমেনসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সৌদি আরব উন্নাসিক আচরণ করছে উল্লেখ করে আলাউদ্দিন বরুজেরদি আরো বলেন, সানার ওপর নিজ নীতি চাপিয়ে দেয়ার জন্য সব পন্থা গ্রহণ করেছে রিয়াদ; কিন্তু এতকিছু পরও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সৌদি আরব।‘

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *