Connect with us

খেলাধুলা

তাসকিনকে যেন আরেকজন মাশরাফি হতে না হয়!

Published

on

s-4স্পোর্টস ডেস্ক:
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুক্রবার ভারতের রাজ্যদলগুলোর কড়া সমালোচনা করেছেন। তার অভিযোগ, পেস বোলারদের অতিরিক্ত খাটিয়ে নিচ্ছে রাজ্যদলগুলো। তার এই অভিযোগের যথেষ্টই ভিত্তি আছে। ভারতের অনেক পেস বোলারই এক মৌসুম টানা খেলার পরের মৌসুমই হারিয়ে ফেলেন গতি। সমস্যা দেখা দেয় ফিটনেসে। তাই নিজের দলের পেসারদের জন্য ধোনির এই বাড়তি উদ্বেগ অস্বাভাবিক কিছু ন। পাশের দেশ ভারত কেন, আমাদের নিজেদের দেশেই আছে অনেক অনেক উদাহরণ। সবার আগে আসে মাশরাফি’র কথা। অপরিণত বয়সে টেস্ট আর ওয়ানডে মিলিয়ে তাকে যে বাড়তি পরিশ্রম করতে হয়েছে তার খেসারত দিয়েছেন দুই হাটুতে ৭বার অপারেশন এর মাধ্যমে। একসময়ের দেশের সবচেয়ে দ্রুতগতির এই পেসার হারিয়ে ফেলেছেন আগের সেই ক্ষীপ্রতা। তালহা জুবায়ের এর মতো প্রতিশ্র“তিশীল পেসারকেও মাত্র ১৬ বছর বয়সে টেস্ট ম্যাচ খেলানো হয়েছে। সেই তালহা জুবায়ের এখন নিজেকে হারিয়ে খুঁজছেন! এমনিতেই আমাদের দেশে পেস বোলারদের জন্য উইকেটে কিছুই থাকেনা বলতে গেলে। তারপরও আমরা রুবেল হোসেন এর মতো পেসার পেয়েছি। এই বিশ্বকাপে যিনি গতি দিয়ে সাড়া ফেলে দিয়েছেন। রুবেলের মতোই গতির কারণে নজর কেড়েছেন তরুণ পেসার তাসকিন আহমেদ। সৌরভ গাক্সগুলির মতে যিনি সুযোগ পেতে পারতেন এই বিশ্বকাপের অধিকাংশ দলেই! এই তাসকিনের বয়স এখন মাত্র ১৯। এখনো যথেষ্ট পরিণত হয়নি তার শরীর। কিন্তু তিনিও স্বপ্ন দেখছেন ভবিষ্যতে বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলার। এমন স্বপ্ন দেখাটাই তার জন্য স্বাভাবিক। কিন্তু নির্বাচকেরাও কি তেমনটিই ভাবছেন। কে জানে। হয়তোবা, হয়তোবা না। হিথ স্ট্রিক এর মতো একজন অভিজ্ঞ পেসার এখন জাতীয় দলের পেস বোলিং কোচ। আশা করা যায় তাসকিনের ব্যাপারে তিনি সঠিক সিদ্ধান্তই নেবেন। মাশরাফির অভিজ্ঞতা বিবেচনায় রেখে ভেবে দেখবেন এই মুহূর্তেই তাসকিনকে টেস্ট খেলানো হবে কি না। যদি খেলানোও হয়, তার উপর কতখানি চাপ দেওয়া হবে। মাশরাফির মতো টানা বোলিং করিয়ে অকালেই তার মতো প্রতিভাকে ঝুঁকির মুখে ফেলা হবে কি না। এ ব্যাপারে বাড়তি নজর রাখতে হবে দল সংশ্লিষ্ট সবার। তাসকিনকে যেন কোনভাবেই আরেকজন মাশরাফি না হতে হয়! তাকে যেন অবশ্যই যতœ করে আগলে রাখা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *