Connect with us

জাতীয়

সোমবার থেকে আবারো ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট

Published

on

নিজস্ব প্রতিনিধি:

চলমান অবরোধের পাশাপাশি সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে রোববার দুপুরে ২০ দলের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জোটের সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। তবে সারা দেশে লাগাতার অবরোধ অব্যাহত থাকছে।

বিবৃতিতে জানানো হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের ‘গুম করা’ নেতা-কর্মীদের অবিলম্বে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা বিএনপি ও ২০-দলীয় জোটের নেতাদের মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *